ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশে সব পণ্যের দাম বাড়ছে পাল্লা দিয়ে কিন্তু কোরবানীর পশুর চামড়া দাম বাড়ছে না। একটি সিন্ডিকেট গোষ্ঠী চামড়া শিল্পকে ধ্বংস করার চক্রান্তে মেতে উঠেছে। পাট শিল্প শেষ করা হয়েছে। এখন চামড়া শিল্পকেও ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, একটি ইসলামবিরোধী গোষ্ঠী কওমী মাদরাসাকে ধ্বংসে মরিয়া হয়ে উঠছে। কওমী মাদরাসায় দেশের লাখ লাখ এতিম, গরিব ও অসহায় মানুষ বিনা বেতনে ও বিনা খরচে পড়ালেখা করে, যার অধিকাংশ কোরবানীর পশুর চামড়া থেকে ব্যয়ভার নির্বাহ করা হয়। এজন্য কওমী মাদরাসাগুলো যেন ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য একটি সিন্ডিকেট চামড়ার দাম কমিয়ে গরিব ও বঞ্চিতদের হক নষ্ট করছে।
আজ মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, একটি সম্ভাবনাময় শিল্প চামড়া। এর মাধ্যমে দেশে হাজার হাজার কোটি টাকা আয় করা সম্ভব। এ সম্ভাবনা কাজে লাগাতে সরকারের কোন উদ্যোগ আছে বলে মনে হয় না। তিনি চামড়াশিল্প রক্ষায় কার্যকরি উদ্যোগ নিতে সংশ্লিস্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, এইচএম রফিকুল ইসলাম, আলহাজ্ব শেখ মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
ঈদের দিনের কর্মসূচি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর ২৬টি থানায় অসহায়,গরিব ও বঞ্চিতদের মাঝে কোরবানীর গোশত বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেবেন।