সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আসামে ভয়াবহ বন্যায় ২৮ জনের মৃত্যু

ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ভারি বৃষ্টি-বন্যায় মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, ব্রহ্মপুত্রের উপনদী কপিলি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১৭ মে থেকে হোজাই এবং নাগাঁও জেলার বিশাল অংশ জুড়ে নদীর পানি সর্বোচ্চ স্তরে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে ১৫ জেলার প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আরও ৭২ হাজারের বেশি মানুষ এখনও রাজ্যের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের আশ্রয় শিবিরে বাস করছেন।

এপ্রিলের শুরু থেকে আসামের প্রায় ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিতে হয়েছে বলে জানিয়েছে এএসডিএমএ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img