বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

এবার করোনার ভয়াবহ থাবা মোদির পরিবারে; মারা গেল চাচি

করোনাভাইরাস এবার থাবা মেরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার চাচি।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

গুজরাটের আহমেদাবাদের নিউ রনিপ এলাকায় পরিবার নিয়ে থাকতেন মোদির কাকিমা নর্মদাবেন (৮০)। দিন কয়েক আগে কোভিড আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মৃত্যু হল তার।

নরেন্দ্র মোদির ছোট ভাই প্রহ্লাদ মোদি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর কাকিমা নর্মদাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। ১০ দিন আগে তাকে সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই আজ তার মৃত্যু হল।

মার্চের গোড়া থেকেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা ভারতে। হু হু করে বাড়ছে সংক্রমণ। চিন্তা বাড়ছে সুস্থতা নিয়েও। অক্সিজেনের অভাবে হাহাকার করছে ভারত। হাসপাতালে খালি নেই বেডও। কোথাও কোথাও লাশ নিতে এ্যাম্বুলেন্সও পাচ্ছেন না স্বজনরা, বাধ্য হয়েই মোটর সাইকেল বা অন্য মাধ্যমে মৃতের লাশ নিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতির জন্য ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন অনেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img