বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ফিলিস্তিন নির্বাচনে ইসরাইলের অবস্থান এখনো নেতিবাচক: হুসাইন শেখ

ইনসাফ | নাহিয়ান হাসান


ফিলিস্তিন নির্বাচনে ইহুদিবাদী ইসরাইলের অবস্থান এখনো নেতিবাচক। পূর্ব জেরুসালেমসহ দখলকৃত পুরো ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল নির্বাচনের অনুমতি দিয়েছে বলে যে বার্তা প্রচারিত হচ্ছে তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের বেসামরিক সম্পর্কোন্নয়ন বিভাগের প্রধান ও ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য হুসাইন শেখ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুসাইন শেখ বলেন, যেসব দল পূর্ব জেরুসালেমসহ দখলকৃত পুরো ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল নির্বাচনের অনুমতি দিয়েছে বলে যে প্রচার করে বেড়াচ্ছে তার কোনো ভিত্তি নেই।

কেননা, ইহুদিবাদী ইসরাইল আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়ে দিয়েছে যে পূর্ব জেরুসালেমে অনুষ্ঠিতব্য নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান এখনো নেতিবাচক।

তিনি বলেন, তাছাড়া ইসরাইলী কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিক বার্তা শুধুমাত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে দিয়ে থাকে, আর তা হলো প্যালেস্টাইন ন্যাশনাল অথোরিটি বা ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দখলকৃত ফিলিস্তিনের আসন্ন নির্বাচন বিশেষত পূর্ব জেরুসালেমে নির্বাচন আয়োজনের ব্যাপারে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল শুরু থেকেই নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছে।

আগামী ২২ মে পূর্ব জেরুসালেমে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের ব্যাপারে তাদের নেতিবাচক অবস্থান ও প্রত্যাখ্যানের ফলশ্রুতিতে তা স্থগিত কিংবা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

সূত্র: ডাব্লিউএএফএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img