বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আফগান অভিযানের জন্য কাতারে স্ট্যান্ডবাই আমেরিকার বি-৫২ বোমারু বিমান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে।

এর অংশ হিসেবে তারা কাতারে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে। প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায় সেজন্য এই ব্যবস্থা।

মার্কিন বিমান বাহিনী গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে দুটি বি-৫২ হর্নেট স্ট্যাটোফোরট্রেস বোমারু বিমান পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই দুটি বোমারু বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্ব থাকবে এইসব বোমারু বিমানের।

আগামী ১ মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img