পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটের দিন শনিবার বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা দেয়া নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এর আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের ভিসা বাতিলের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘আপনার (মোদি) ভিসা কেন বাতিল হবে না?’
শনিবার পশ্চিমবঙ্গের ৩০টি আসনে প্রথম দফার ভোট গ্রহণের দিন এমন প্রশ্ন ছোড়েন মমতা।
মোদিকে ইঙ্গিত করে মমতা ব্যানার্জি বলেন, ‘দেশে নির্বাচন চলছে, আর তিনি গেছেন বাংলাদেশে। সেখানে গিয়ে আবার পশ্চিমবঙ্গের ব্যাপারে জ্ঞান দিচ্ছেন। এটা নির্বাচনি বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।’
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এ সময় বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের প্রসঙ্গ টানেন মমতা। বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে যখন এক বাংলাদেশি অভিনেতা আমাদের হয়ে প্রচারে অংশ নিলেন, তখন কী হয়েছিল? সে সময় সরকারের সঙ্গে কথা বলে সেই অভিনেতার ভিসা বাতিল করেছিল।’
শনিবার খড়গপুরে নির্বাচনি সমাবেশে মমতা আরও বলেন, ‘আর এখন যখন এখানে নির্বাচন চলছে, তখন ভোটারদের এক অংশের ভোট পেতে আপনি বাংলাদেশে গিয়ে বসে আছেন। তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না? নির্বাচন কমিশনে নালিশ জানাব আমি।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের সফরে বাংলাদেশে রয়েছেন মোদি।
তিনি শনিবার দেবীর উদ্দেশে পূজা দিয়েছেন সাতক্ষীরার প্রাচীন যশোরেশ্বরী কালীমন্দিরে। পরে মতুয়া সম্প্রদায়ের মানুষের তীর্থস্থান গোপালগঞ্জের ওড়াকান্দিতেও যান তিনি।
অভিযোগ উঠেছে, ভোটের সমীকরণ মাথায় রেখেই মোদির এই বাংলাদেশ সফর। বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দু মতুয়া সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের বাস বলে ‘রাজনৈতিক কূটকৌশলের’ অংশ হিসেবে ওড়াকান্দি গেছেন মোদি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের সমীকরণ মাথায় রেখেই মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পা রেখেছেন তিনি।