শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা : ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, উন্নয়নে এখন ডুবে যাচ্ছে নৌকা। আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদকে দেখে শিক্ষা নেওয়া প্রয়োজন। এত যদি উন্নয়ন করে থাকেন, তাহলে একটা সুষ্ঠু ভোট দেন। দেখুন জনগণ কার পক্ষে।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সোনার বাংলা পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “চলমান সংকট উত্তরণে গণপরিষদ নির্বাচন এবং রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সোনার বাংলা পার্টির সহসভাপতি শেখ আব্দুন নূরের সভাপতিত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তৃতা করেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা নিরপেক্ষ, শান্তিপূর্ণ রাষ্ট্র চায়, তাদের সঙ্গে নিয়েই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। মানুষ যা আয় করছে, তার সিংহভাগ চলে যায় শুধু চাল কিনতেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img