২০১৯ সালে লিবিয়ার সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক এয়ার ডিফেন্স কলেজে বোমা হামলার নির্দেশ দেওয়ার অপরাধে বিদ্রোহী যুদ্ধবাজ খলিফা হাফতারের অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির মিসরাতায় অবস্থিত একটি সামরিক আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ রায় দেওয়া হয়েছে বলে শুক্রবার টিআরটি ওয়ার্ল্ড এর প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা যায়, আদালতের বিচারক খলিফা হাফতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এছাড়া লিবিয়ার সামরিক পুলিশ বাহিনীকে বলেছেন হাফতার ও অন্য শীর্ষ ছয় কর্মকর্তার ওপর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে।
আদালতের রায়ে বলা হয়েছে, আদালত যে সকল অপরাধীদের বিষয়ে এমন রায় দিয়েছে তারা কোনো বেসামরিক নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। এছাড়া সামরিক আইন ভঙ্গের কারণে তাদেরকে সেনাবাহিনীর চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।