ইনসাফ | নাহিয়ান হাসান
তুরস্ক, পাকিস্তান, ইরান, সিরিয়া ও ইয়েমেন সহ মোট ১৩ টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নতুন ভিসা না দেওয়া সংক্রান্ত একটি খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা।
খবরে বলা হয়, বিশেষ নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আরব আমিরাতের রাষ্ট্রমালিকানাধীন ট্রেড সেন্টারে মোট ১৩ টি দেশ আফগানিস্তান, আলজেরিয়া, ইরান, ইরাক, কেনিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সোমালিয়া, সিরিয়া, তুরস্ক, তিউনিসিয়া ও ইয়েমেন নাগরিকদের নতুন করে ভিসা না দেওয়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আরব আমিরাতের সরকার।
ট্রেড সেন্টারে পাঠানো সেই প্রজ্ঞাপনে দেশের সকল কোম্পানিকে লক্ষ্য করে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে উক্ত ১৩ টি দেশ থেকে নতুন ভাবে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ না দেওয়ার লক্ষ্যে ওয়ার্ক পারমিট ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাতের সরকার। এমনকি ও-ই ১৩ টি দেশের নাগরিকদেরকে ট্রাভেল বা ভিজিট ভিসাও দেওয়া হবে না। এই দেশগুলো থেকে যারা ভিজিট ও ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছে তাদের আবেদনও বাতিল করা হয়েছে।
ভিসা সংক্রান্ত এই নিষেধাজ্ঞার ব্যাপারে এবং এতে অন্য কোনো বিষয় শিথিলযোগ্য কি না তা জানায়নি আরব আমিরাতের নাগরিকত্ব ও পরিচয় সনাক্তকরণ মন্ত্রণালয়।
এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো আগাম নোটিশ ছাড়াই ভিসা বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। পরবর্তীতে আমরা তাদের জবাবদিহি করলে তারা আমাদের কাছে নিরাপত্তা জনিত অজুহাত পেশ করে।
সূত্র: আল জাজিরা।