হিন্দু ধর্মবালম্বীদের পূজা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’কে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে প্রতিউত্তরে বিএসএফকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি সিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াসিন ও নায়েব সুবেদার রায়হানের হাতে এসব মিষ্টি তুলে দেয় ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের হিলি ক্যাম্প কমান্ডার সুরেশ রাহার এবং ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের বালুপাড়া ক্যাম্প কমান্ডার নব কুমার। এসময় বিজিবি ও বিএসএফের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।