আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে তুরস্কের তৃতীয় এন্টিসাবমেরিন শ্রেণির জাহাজ পাকিস্তানের উদ্দেশে যাচ্ছে।
রবিবার (২৫ অক্টোবর) অত্যাধুনিক এই সাবমেরিন জাহাজটি পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়েনি শাফাকের খবরে বলা হয়েছে।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি অনুযায়ী, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার করাচিতে এর অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। এতে বলা হয়, তুর্কি জাতীয় যুদ্ধজাহাজ মিলজেম প্রকল্পে পাকিস্তান ও তুরস্কে দুটি করে রণতরী তৈরির কাজ চলছে।