ইনসাফ | নাহিয়ান হাসান
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
২৭ মিনিটের বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী করোনা ভাইরাস, আঞ্চলিক সশস্ত্র লড়াই ও অস্ত্র মজুদের প্রতিযোগিতা, মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে কটুক্তি করে স্কেচ প্রকাশ বৃদ্ধি, দখলকৃত কাশ্মীরে ভারতের নৃশংসতা, স্বাধীন ফিলিস্তিনে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখল, জলবায়ু ও পরিবেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন আনার মতো গুরুত্বপূর্ণ সব বিষয়ে আলোচনা করেন।
বক্তৃতার শুরুতেই ইমরন খান বলেন, সরকার গঠনের পর মৌলিক বিষয়াদি সংস্কারের লক্ষ্যে আমরা আলোচনা করেছি এবং ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্র পরিচালনার জন্য মদীনা সনদকে আমরা ভিত্তি হিসেবে নির্ধারণ করেছি।
তিনি বলেন, মদিনা সনদের মডেল রাষ্ট্রে শান্তি ও স্থিতিশীলতা খুবই জরুরি একটি বিষয়। আর এই কারণেই আমাদের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতির স্থান সবার উপরে। আর আমরা বিশ্বাস করি যে সকল সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান যোগ্য।