সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় বিভিন্ন যায়গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে।
ধর্ষকদের শাস্তির দাবিতে শনিবার দুপুর ১২টায় নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
কলেজ বন্ধ থাকলেও এই কর্মসূচীতে এমসি কলেজের সকল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল।
শহীদ মিনার প্রাঙ্গনেও মানব বন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বিকেলে নগরীর বন্দর বাজার এবং টিলাগড় পয়েন্টে বিক্ষোভ সমাবেশ ডেকছে কয়েকটি ছাত্র সংগঠন।
এদিকে নিজ দলীয় নেতাদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এমসি কলেজের মূল ফটকের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের একাংশকে এ বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।
প্রসঙ্গত শুক্রবার সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক তরুণী। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন ওই তরুণী। এঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, এম সাইফুর রহমান, অর্জুন এবং বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ।