সাভার উপজেলা উলামা পরিষদ আয়োজিত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর সাভার জাতীয় অন্ধ সংস্থা মসজিদে অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তারা বলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. ছিলেন বাংলাদেশের গণমানুষের আধ্যাত্মিক রাহবার ও সকলের অভিভাবক৷ তার তিরোধানে জাতি এক দরদী অভিভাবককে হারিয়েছে৷ ২০১৩ সালে ইসলামবিরোধী নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবীর মাধ্যমে তিনি নাস্তিকদের বিষদাঁত ভেঙ্গে দিয়েছিলেন৷ তিনি তাঁর সুদীর্ঘ জীবন কুরআন হাদীসের প্রচার প্রসারে উৎসর্গ করেছেন৷ ইসলামের প্রতিষ্ঠা ও হেফাজতে তার অবস্মরণীয় অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে৷ তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা ও তার অনুপম জীবনি থেকে শিক্ষা গ্রহন করাই মুসলিম উম্মাহর একান্ত দায়িত্ব৷
সাভার উপজেলা উলামা পরিষদের সভাপতি আল্লামা ইউসুফ সাদিক হক্কানীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাভার পৌর মেয়র আঃ গনি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা আলী আজম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা হেলাল উদ্দিন আফতাবী, মাওলানা আঃ মান্নান পাটোয়ারী, মাওলানা আলী আকবর, মাওলানা আলী আকরাম, মুফতি মাহফুজুর রহমান কাসেমী,মুফতি সুলতান মাহমুদ৷
সভা শেষে শাইখুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়৷