বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আনসারদের আক্রমনে হাসানাত আব্দুল্লাহ আহত; ঢামেকে ভর্তি

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অসুস্থ হয়ে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের সামনে আনসার ও ছাত্রদের এ মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছাড়াও সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।

জানা গেছে, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের প্রায় সবারই মাথায় আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাত পৌনে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নিজেদের ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়ে জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। পরে রাত ৯টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img