বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ভারতীয় নাবিকদের প্রবেশাধিকার বন্ধ করলো চীন; সঙ্কটের মুখে কয়েক হাজার ভারতীয় কর্মী

চীনের বেইজিংয়ে কমার্শিয়াল জাহাজে কাজ করা নাবিক ও জাহাজকর্মীদের প্রবেশাধিকার বন্ধ করলো চীন। এর ফলে সঙ্কটের মুখে পড়তে চলেছেন কয়েক হাজার কর্মী।

চীনের তরফে বেসরকারিভাবে বলা হয়েছে, ভারতীয় জাহাজের পাশাপাশি চীনা জাহাজে যদি কোনো ভারতীয় কর্মী থাকে তাহলে বন্দরেই প্রবেশ করতে পারবেন না তারা।

ইউনিয়নের প্রেসিডেন্ট অভিজিৎ সাংলে বলেন, এটি চীনের নতুন চাল আমাদের নাবিকদের ছেঁটে ফেলে নিজেদের আধিপত্য কায়েম করার। আমরা কেন্দ্রীয় মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছি গোটা বিষয়টি। অবিলম্বে একটি ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন করেছি।

তিনি আরও জানান, চলতি বছরের শুরুতেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল নাবিকেরা। ভারতীয় কর্মী থাকা দুটি বিদেশি জাহাজকে বন্দরে ভিড়তে বারণ করেছিল চীন। ফলে প্রায় ৪০ জন নাবিক আটকে পড়েছিলেন। যদিও চীনের পক্ষ থেকে সরকারিভাবে এই নিষেধাজ্ঞা নিয়ে কিছু জানানো হয়নি।

সূত্র: জিনিউজ ও দ্য টাইমস অব ইন্ডিয়া।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img