কথিত ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
বুধবার (২৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিনের নির্দেশ দেন।
বুধবার দুপুরে মাওলানা মামুনুল হক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মাওলানা মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমন ফারুক নয়ন বলেন, মাওলানা মামুনুল হক অসুস্থ। তার অসুস্থতার কাগজপত্রসহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম। এ অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
এর আগে গত ৩ মে জামিনে কারামুক্ত হন মাওলানা মামুনুল হক।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মাওলানা মামুনুল হক ও তাঁর দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পড়ে খবর পেয়ে স্থানীয় আলেম-উলামারা মাওলানা মামুনুল হক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন।
ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল ঢাকার জামিয়া রহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পড়ে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে ধর্ষণের মামলা করানো হয়। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পড়ে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।