সোমবার, মে ৬, ২০২৪

বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ১৪তম স্থানে রয়েছে ঢাকা

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমানের সূচকে সোমবার (২৬ জুন) সকাল ৯টা ১০মিনিটে ৮৮ স্কোর নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ১৪তম স্থানে রয়েছে। যা বায়ুর মানের সূচক অনুযায়ী ‘মধ্যম’ পর্যায়ের ধরা হয়।

বায়ুমান সূচকের স্কোর ১৫০ থেকে ২০০-এর মধ্যে হলে সেটি অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটি খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর বায়ুমানের এই সূচকের স্কোর ৩০১+ অতিক্রম করলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়, যেটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

কানাডার মন্ট্রিয়ল, ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভারতের দিল্লি বায়ুমানের সূচক (একিউআই) যথাক্রমে ১৯৬, ১৫৩ এবং ১৪৯ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

একিউআই হলো দৈনিক বায়ুর গুণমান প্রতিবেদন করার জন্য একটি সূচক, একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটা পরিচ্ছন্ন বা দূষিত এবং কী সম্পর্কিত স্বাস্থ্য প্রভাব তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে তা মানুষকে জানায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img