শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

দাওরায়ে হাদিস ফলাফল প্রকাশ : পাসের হার ৮০.৪৪ শতাংশ

কওমী মাদরাসা শিক্ষাবোর্ড সমূহের সম্মিলিত সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (২৬ এপ্রিল) এই ফলাফল প্রকাশিত হয়। এতে পাসের হার ৮০.৪৪ শতাংশ।

এবারের পরীক্ষায় মোট ২ হাজার ২৪৮টি মাদরাসার ২৮ হাজার ১৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৮৩৩ জন এবং ছাত্রী ১২ হাজার ১৮৫ জন।

পরীক্ষায় মুমতাজ বা স্টার মার্ক পেয়েছেন এক হাজার ১৯৭ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়েছেন পাঁচ হাজার ৭০০ জন। জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) পেয়েছেন ১০ হাজার ৮৯১ জন। মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন চার হাজার ৭৫১ জন। ফেল করেছেন পাঁচ হাজার ৪৭৯ জন।

হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে।

এছাড়াও মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img