ইনসাফ | নাহিয়ান হাসান
১৯১৫ সালের ঘটনাকে কেন্দ্র করে আর্মেনিয়ার দাবির প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা অপরিপক্ক, তার আইনী কোনো ভিত্তি নেই এবং তা দলিলসমৃদ্ধও নয় বলে বিবৃতি প্রকাশ করেছে তুরস্ক।
শুক্রবার (২৪ এপ্রিল) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতিটি প্রকাশিত হয়।
বিবৃতিতে বলা হয়, তুরস্কবিরোধী গোষ্ঠী ও উগ্রআর্মেনিয় চক্রের চাপ সামাল দিতে গিয়ে ১৯১৫ সালের ২৪ এপ্রিল যে ঘটনা ঘটেছিলো সে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করছি এবং অত্যন্ত কঠিন ভাষায় এর নিন্দা জ্ঞাপন করছি।
গণহত্যার ব্যাপারে যেসব শর্তাবলী অত্যন্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনে উল্লেখ করা হয়েছে তার কোনোটিই ১৯১৫ সালের ঘটনায় পাওয়া যায় না।
এখনকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কিংবা বিবেচনা প্রসূত অভ্যন্তরীণ রাজনীতির কারণে ১৯১৫ সালের ঘটনার ধরণ পরিবর্তন হওয়ার নয়। এধরণের মনোভাব শুধুমাত্র ইতিহাস বিকৃতির মতো জঘন্য কাজ উপহার দেয়।
জো বাইডেনের বিবৃতির ব্যাপারে তুর্কী পররাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য হলো, বাইডেনের বক্তব্যের কোনো মূল্য নেই।কেননা তিনি নৈতিকভাবে হোক কিংবা আইনীভাবে কোনোদিক থেকেই ঐতিহাসিক ঘটনা বিচার-বিশ্লেষণের জন্য
অনুমোদিত নন।
বিবৃতিতে আরো বলা হয়, সভ্যতার শৈশব হিসেবে বিবেচিত পৃথিবীর দুই মেরুর সংযোগস্থল (এশিয়া ও ইউরোপের কেন্দ্রস্থল) ও ‘সমস্ত দুর্ভোগ সত্ত্বেও মানবতার তরে শান্তির প্রচেষ্টা’ এই বৈশিষ্ট্য ধরে রাখা দেশ হিসেবে তুরস্ক কখনো নিজেদের ইতিহাসের মুখোমুখি হওয়াকে এড়িয়ে যায়নি। তাই তুরস্ককে এবিষয়ে আমেরিকা বা অন্যকোনো দেশের জ্ঞান দিতে আসার প্রয়োজনও নেই।
উসমানী খেলাফতকালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এবং তার আগেকার অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যুবরণকারী সাম্রাজ্যের অধীনস্থ সকল মুসলিম,খ্রিস্টান ও ইহুদিদের স্মরণ করে তুর্কী পররাষ্ট্রমন্ত্রণালয়, তুরস্কে অবস্থিত আর্মেনিয় প্যাট্রিয়ারচেটদের (আর্মেনিয় চার্চগুলোর বিশেষ বিশপ) খেতাব করে দেওয়া প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্য তুলে ধরে যা এই ইস্যুতে তুরস্কের মনোভাবকে সুস্পষ্ট করে দেয়।
এছাড়াও উল্লেখ করা হয়, এই বেদনার শত বছরেরও বেশি সময় পর অতীতের ক্ষত নিরাময়ে আন্তরিক প্রচেষ্টা ও একত্রে বসবাসের জন্য ভবিষ্যত বিনির্মাণের পরিবর্তে প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা আমাদের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিঘ্ন ঘটানো ও জাতিগত বিভক্তি ছাড়া কোনো ফায়দা দিবে না।
ঐতিহাসিক সত্যকে বিকৃত করে দেওয়া বক্তব্যটি তুর্কি জনগণের বিবেকে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হতে থাকবে এবং এটি এমন একটি গভীর ক্ষতকে উন্মুক্ত করে দিবে যার ফলে দু’দেশের পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্ব ক্ষুন্ন হতে পারে।
আমরা মার্কিন রাষ্ট্রপতিকে এই গুরুতর ভুলটি সংশোধন করে নেওয়ার আহ্বান জানাই, যা শুধুমাত্র একটি রাজনৈতিক চক্রকে পরিতুষ্ট করা ব্যতীত কোনো উপকারে আসবে না।
ইতিহাসের উপর ভর করে যারা শত্রুতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ওই চক্রের এজেন্ডা বাস্তবায়নের পরিবর্তে এই অঞ্চলে বিশেষত তুর্কি ও আর্মেনিয়ানদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করণার্থে যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আমরা প্রেসিডেন্ট বাইডেনকে তাতে সমর্থন করার আহবান জানাচ্ছি।
জো বাইডেনের বিবৃতির পর গত শনিবার (২৪ এপ্রিল) গভীর রাতে তুরস্কে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতকে তলব করেছিলো তুর্কী পররাষ্ট্রমন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে ডেকে নিয়ে জো বাইডেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রদর্শন করে তুরস্ক।
এব্যাপারে স্যাটারফিল্ডকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তুরস্কের চোখে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তুরস্কের বিরুদ্ধে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে প্রত্যাখ্যান করে তারা অত্যন্ত কঠোরভাবে নিন্দা জ্ঞাপন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, আন্তর্জাতিক আইন অনুসারে বক্তব্যটি বাতিল এবং অকার্যকর। বক্তব্যটির কারণে তুর্কি জনগণ খুব গভীরভাবে আঘাত পেয়েছে। ফলে, দু’দেশের সম্পর্কের মাঝে অনিরাময়যোগ্য ক্ষত সৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, ১৯১৫-সালের ঘটনায় বর্তমান আধুনিক তুরস্কের অবস্থান হল, কিছু সংখ্যক আর্মেনিয়, তৎকালীন রাশিয়ার পক্ষ নিয়ে উসমানীয় বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করায় পূর্ব আনাতোলিয়ায় তাদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। পরবর্তীতে অন্যান্য আর্মেনিয়রা প্রথম বিশ্বযুদ্ধকালীন অন্যত্র চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে অন্যদের দ্বারা আক্রান্ত হয়ে অসংখ্য হতাহতের ঘটনা ঘটে।
তুর্কী ও আর্মেনিয় দু’পক্ষেরই আকস্মিক হতহতের ঘটনা ঘটায় তুরস্ক এটিকে গণহত্যা না বলে ট্র্যাজেডি বলে অভিহিত করে থাকে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শনিবার মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গ করে ১৯১৫ সালে খেলাফত আমলে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধে উসমানী সাম্রাজ্যের ভূমিকা নিয়ে মুখ খুলেন এবং আর্মেনিয় হত্যাকে গণহত্যা বলে স্বীকৃতি দিলে বিতর্কের সূত্রপাত ঘটে।
সূত্র: আনাদোলু