রবিবার | ১৩ জুলাই | ২০২৫

বাংলায় তৃণমূল জিতলে সারা ভারতবর্ষ নতুন করে অক্সিজেন পাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

spot_imgspot_img

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় তৃণমূল জিতলে সারা ভারতবর্ষ নিশ্বাস ফেলে বাঁচবে। সারা ভারতবর্ষ নতুন করে অক্সিজেন পাবে। সারা ভারতবর্ষ নতুন করে জোট বাধবে বিজেপির বিরুদ্ধে।

সোমবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে শ্যামপুকুরে এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

মমতা বন্দোপাধ্যায় বলেন, সবাইকে বলব, সব মানুষ জোট বেঁধে তৃনমূলকে ভোটটা দেবেন, কারণ এটা বাংলার মর্যাদা রক্ষার লড়াই। বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলা মাকে রক্ষা করার লড়াই। আর বিজেপির প্রতিহিংসামূলক আচরণের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। সবাই তাকিয়ে আছে বাংলার দিকে। বাংলা কী করবে সেই দিকে।

নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আমরা সম্মান করি। কিন্তু আপনারা কি সম্মান আশা করেন? যা করছেন বিজেপির হয়ে প্রকাশ্যে তাতে আপনারা বিজেপির মুখপাত্র, বিজেপির টিয়া, বিজেপির ময়না, বিজেপির আয়না হয়েছেন। আপনাদের জন্য আজ কোভিড পরিস্থিতি এমন হয়েছে। আপনারা ২ লাখ কেন্দ্রীয় পুলিশকে বিভিন্ন রাজ্য থেকে নিয়ে এসেছেন। তারা কোভিড ছড়াচ্ছে চারদিকে।

আজকে তিন মাস ধরে তারা কোলকাতায় আছে। নির্বাচনের একমাস আগে থেকে এসেছে। তারা একেকটা জেলায় গিয়ে কোভিড ছড়াচ্ছে। আমার সব স্কুল, কলেজ, স্টেডিয়াম দখল করে রেখে দিয়েছে। এসব জায়গায় পুরো কোভিড ছড়াচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img