সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তেল রপ্তানি অর্ধেকে নামিয়ে আনার আহ্বান হুথিদের

ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তেল রপ্তানি অর্ধেকে নামিয়ে আনার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধারা।

সংগঠনটির রাজনৈতিক কাউন্সিলের সদস্য মুহাম্মাদ আলী আল হুথির মতে, পদক্ষেপটি অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যা বন্ধের জন্য একটি কার্যকরী ভূমিকা পালন করবে।

ইয়েমেনের মাসিরাহ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য আরব দেশগুলোর হাতে অনেক কার্ড রয়েছে। চাইলেই তারা পশ্চিমাদের বিরুদ্ধে এই কার্ডগুলো দিয়ে খেলতে পারে, যা এই যুদ্ধের বড় পরিবর্তন নিয়ে আসতে সক্ষম।”

উল্লেখ্য, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত কয়েক মাস ধরে লোহিত সাগরে ইসরাইলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি যোদ্ধারা। এক্ষেত্রে তারা সামরিক ড্রোন ও মিসাইল ব্যবহার করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img