সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

কুরআন নিয়ে ইসরাইলি দূতাবাসের আপত্তিকর মন্তব্য মুছে ফেলতে বাধ্য করলো সিঙ্গাপুর

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও ফিলিস্তিনিদের নিয়ে ইসরাইলি দূতাবাসের আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে মুছে ফেলতে বাধ্য করেছে সিঙ্গাপুর।

গত মঙ্গলবার সিঙ্গাপুরের ইসরাইলি দূতাবাসের অফিশিয়াল ফেসবুক থেকে একটি পোস্টে বলা হয়, “পবিত্র আল কুরআনে মোট ৪৩ বার ইসরাইলের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনের কথা একবারও উল্লেখ করা হয়নি।”

পোস্টে আরো বলা হয়, ঐতিহাসিক নথিপত্র, মানচিত্র ও মুদ্রাসহ যত প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে এই অঞ্চলের আদিবাসী ইহুদিরা।

ফেইসবুকে পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তা দৃষ্টিগোচর হয় সিঙ্গাপুর কর্তৃপক্ষের। একই দিনেই পোস্টটি মুছে ফেলতে বাধ্য করা হয় ইসরাইলি দূতাবাসকে।

এই পোস্টটিকে ‘ইতিহাস পুনর্লিখনের আশ্চর্যজনক প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন সিঙ্গাপুরের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রী কে.শানমুগাম।

তিনি বলেন, এই পোস্টটি শুধুমাত্র ‘অসংবেদনশীল’ নয় বরং তা ‘অনুপযুক্ত’ ও ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’ কারণ এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সম্প্রীতি ও নিরাপত্তার জন্য একটি ঝুঁকি বহন করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img