দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় গণহত্যা পরিচালিত হচ্ছে না মর্মে বিবৃতি দিয়েছে আমেরিকা।
সম্প্রতি এবিষয়ে একটি বিবৃতি দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয় যে, গাজ্জায় গণহত্যা পরিচালনা করছে না ইসরাইল। এটি তাদের উপর চাপিয়ে দেওয়া অপবাদ। এর কোনো ভিত্তি নেই।
আমেরিকার এমন মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে অঞ্চলটিতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার বিপরীতে স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যাওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
দলটির অন্যতম শীর্ষ নেতা ইজ্জাতুর রিশক বলেন, “গাজ্জায় গণহত্যা পরিচালনা করছে না ইসরাইল। এটি তাদের উপর চাপিয়ে দেওয়া অপবাদ। এর কোনো ভিত্তি নেই।” মর্মে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক সম্ভাব্য ইসরাইল বিরোধী রায়কে প্রভাবিত করার ঘৃণ্য প্রচেষ্টা। এর মাধ্যমে আমেরিকা চায়ছে তাদের পূর্ণ সহায়তায় পরিচালিত হয়ে আসা গাজ্জা গণহত্যা ও ফিলিস্তিনি জাতি নিধনের মতো জঘন্য অপরাধ ও এর সাজা থেকে যেনো ইসরাইল নিষ্কৃতি পায়।
তিনি আরো বলেন, আমেরিকার সরকার এখনো গাজ্জা গণহত্যা বন্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জাতিসংঘের সাধারণ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি নিধনযজ্ঞ বন্ধে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব পাসে বাঁধা দিয়ে, হাজার হাজার নারী-শিশু হত্যার পরও দখলদারদের ভারী অস্ত্রশস্ত্র ও যাবতীয় যুদ্ধ সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখে আমেরিকার সরকার প্রমাণ করছে যে তারা চায় না গাজ্জায় স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত হোক। যুদ্ধের অবসান ঘটুক। এসবের মাধ্যমে দেশটি অপরাধীদের পক্ষে নিজেদের নির্লজ্জ অবস্থানের কথা জানান দিয়ে যাচ্ছে।
এছাড়া বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মতো আমেরিকাও গাজ্জা গণহত্যা অপরাধের সমান অংশীদার বলে উল্লেখ করেন।
আমেরিকাকে উদ্দেশ্য করে এই হামাস নেতা আরো বলেন, পুরো বিশ্বের সামনে যে অপরাধ দিবালোকের ন্যায় স্পষ্ট এর বিরুদ্ধে যারা নির্লজ্জ অবস্থান নেয়, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন সম্পর্কে তাদের কথা বলার কোনো অধিকার নেই।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে।
সূত্র: হামাস