ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ৯টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাউসার আহমদ, নাসিম খান ও সাংগঠনিক সম্পাদক সাআ’দ বিন জাকিরের সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলান উবায়দুল্লাহ ফারুক বলেন, ছাত্র জমিয়ত কে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। স্রোতের সাথে তাল মিলিয়ে চললে কোন সংগঠনের সাময়িক বিস্তৃতি হলেও তার স্থায়িত্ব বেশিদিন টিকে না। তাই ছাত্র জমিয়তের প্রতিটি দায়িত্বশীল ও কর্মীকে আকাবিরে দেওবন্দের চিন্তা -চেতনা এবং তাদের দর্শন সম্পর্কে অবগতি লাভ করে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করতে হবে।
এবং প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনের বিস্তৃতি লাভে ভূমিকা রাখতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, আমি ছাত্র জমিয়ত থেকে উঠে আসা একজন দায়িত্বশীল। ছাত্র জমিয়ত আমার হৃদয়ের সংগঠন।এই সংগঠনকে আমি মনের আবেগ দিয়ে ভালোবাসি। তাই ছাত্র জমিয়তের দায়িত্বশীলদেরকে আমি বলবো, প্রতিটি দায়িত্বশীলকে জ্ঞানার্জনের পাশাপাশি যুগ সচেতন হতে হবে। প্রতিটি কাজ ও পদক্ষেপে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা ও প্রজ্ঞা অর্জন করতে হবে। জীবন কে সাজাতে ও সংগঠন পরিচালনা এবং সামাজিক ও দ্বীনি কার্যক্রম আঞ্জাম দেয়ার ক্ষেত্রে প্রজ্ঞার কোন বিকল্প নেই। তাই প্রতিটি কর্মীকে প্রতিটি ধাপে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। ছাত্র জমিয়ত কে নতুন সাজে ও নতুন রুপে সজ্জিত হতে হবে। ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক সবার অঙ্গীকার।
সভাপতির বক্তব্যে রিদওয়ান মাযহারী বলেন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এবং স্বাধীন দেশের যে কোন নিবন্ধিত সংগঠনের দেশের যে কোন উন্মুক্ত স্থানে বা কোন অডিটোরিয়াম হলে তাদের সাংগঠনিক কর্মসূচি পালনের অধিকার রাখে, কিন্তু আজ আমাদেরকে আমাদের নির্ধারিত বিএম অডিটোরিয়াম হলে প্রতিষ্ঠা বার্ষিকী সভা করতে না দিয়ে প্রশাসন আমাদের নাগরিক ও সাংবিধানিক অধিকারকে খর্ব করেছে। আমাদের একটাই অপরাধ আমরা আপোষ করতে জানিনা আজ যদি আমরা আপোষ করতাম, তাহলে দেশের যে কোন স্থানে আমাদেরকে অনুষ্ঠান করতে দিতে প্রশাসন কোনো সংকোচ বোধ করত না। কিন্ত আমি স্পষ্ট বলতে চাই, জমিয়ত কখনও আপোষ করেনি।তার সহযোগী সংগঠন ছাত্র জমিয়তও কখনো আপোষ করতে পারে না। সুতরাং আমাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার কেড়ে নিয়ে আমাদের নির্দিষ্ট স্থানে অনুষ্ঠান করতে না দেয়ার কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, দেশের ছাত্রসমাজ আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। যেই ছাত্র সমাজের মাধ্যমে একসময় বিভিন্ন দেশ বিজিত হয়েছিল, যেই ছাত্র সমাজের ভূমিকায় অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রাম সফল হয়েছিল, সেই ছাত্র জনতা আজ টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন,গুম সহ সকল প্রকার অন্যায় অপরাধে জড়িত হয়ে গিয়েছে। পাশাপাশি ছাত্র সমাজকে মেরুদন্ডহীন করার জন্য বিভিন্ন সময়ে ধাপে ধাপে অভিশপ্ত শিক্ষানীতি বাস্তবায়ন করার চক্রান্ত করা হচ্ছে। বর্তমানে ট্রান্সজেন্ডার এর নামে যেই বিষাক্ত শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, অবিলম্বে এই শিক্ষানীতি বাতিল করতে হবে এবং ট্রান্স জেন্ডার এর বিরুদ্ধে কথা বলায় ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর আসিফ মাহতাব কে অন্যায়ভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে তাকে পুনরায় নিয়োগ দিতে হবে। অন্যথায় দেশের সকল শ্রেণীর ছাত্র জনতা ময়দানে নেমে আসলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ছাত্র জমিয়ত বাংলাদেশ প্রতিষ্ঠাকালের পর থেকেই ছাত্র জনতার অধিকারের পক্ষে কথা বলে। এদেশের ছাত্র জনতা কে নীতি ও আদর্শের পথে পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। তাই আজকে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে নতুন করে শপথ নিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ইউকে জমিয়ত এর সভাপতি ড. শুয়াইব আহমদ, সদ্য কারামুক্ত জমিয়ত নেতা মুফতি মুনির হোসাইন কাসেমী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান, জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা যয়নুল আবেদীন, ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল হক কাউসারী, সাবেক সহ সভাপতি মাওলানা শরিফ মুহাম্মদ ইয়াহইয়া, জমিয়তের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা শারফুদ্দিন ইয়াহইয়া, জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তর জমিয়তের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, ইউকে জমিয়তের সাধারণ সম্পাদক সৈয়দ নাইম আহমদ, ছাত্র জমিয়তের সাবেক সাবেক সভাপতি মুফতি শরিফুল ইসলাম কাসেমী, সাবেক সভাপতি এখলাছুর রহমান রিয়াদ, সাবেক সহ সভাপতি মুঈনদ্দিন মানিক, সাবেক সহ সভাপতি আহমাদুল হক উমামা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সহ সভাপতি মাহমুদ হাসান, সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক আবু সুফিয়ান মানসুর, প্রশিক্ষণ সম্পাদক মুইনুল ইসলাম, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক যোবায়ের আহমদ, পাঠাগার সম্পাদক এনামুল হাসান নাঈম, সাহিত্য সম্পাদক হাসান মাহমুদ সহ বিভিন্ন জেলা, মহানগর থানা ও ক্যাম্পাস শাখার দায়িত্বশীল বৃন্দ।