নববর্ষের ছুটিতে বিদেশী পর্যটকদের ঢল নামতে যাচ্ছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের সাক্ষী নয়নাভিরাম আফগানিস্তানে। যা এখন তালেবানের শাসনাধীন অবস্থায় আছে। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বিভিন্ন ব্রিটিশ ট্রাভেল এজেন্সির বরাতে বলা হয়, ২০২৪ নববর্ষের ছুটিতে পর্যটকদের ঢল নামতে যাচ্ছে বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ আফগানিস্তানে। প্রাচীনকাল থেকেই দেশটি ব্যবসা বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান, বৈচিত্রময় প্রাকৃতিক সৌন্দর্য্য, গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থান সহ বিভিন্ন কারণে বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলো। তবে গত ২০ বছর যাবত দেশটি নিয়ে জনসাধারণের মাঝে ভীতি কাজ করতো। কেননা সন্ত্রাসবাদ দমনের নামে আমেরিকা ও ন্যাটো জোট দেশটিতে যুদ্ধাবস্থা জিইয়ে রেখেছিলো। দাবী ছিলো, তালেবান একটি সন্ত্রাসী গোষ্ঠী, তাদের হাতে আফগানিস্তান নিরাপদ নয়।
আকর্ষণীয় দেশটিতে আমেরিকা ও ইউরোপিয় ইউনিউনের পক্ষ থেকে ভ্রমণের অনুমতি থাকলেও ভ্রমণকারীদের জন্য জারি ছিলো বেশকিছু বিধিনিষেধ। ফলে আফগানিস্তান নিয়ে সবার মাঝে নেতিবাচক ধারণা ও ভীতি ছড়িয়ে পড়েছিলো।
ভ্রমণে জিম্মি, হতাহত হওয়ার আশঙ্কা ও কঠোর নিরাপত্তার বিষয়টি যুক্ত হওয়ায় ভ্রমণকারীদের সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিলো। শুধুমাত্র বিশেষ ব্যক্তি ও হাতেগোনা পেশাদার পর্যটকেরা দেশটিতে সফর করতেন।
কিন্তু বিশ্বজুড়ে সন্ত্রাসী গোষ্ঠী বলে পরিচিতি পাওয়া তালেবান ২০২১ সালে আবার দেশটির ক্ষমতায় আসার পর বিশ্ববাসীর ভুল ভেঙ্গে যায়। কেটে যেতে শুরু করে তালেবান ও আফগানিস্তান কেন্দ্রিক ভয়ভীতি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালেবান নেতৃত্বাধীন সরকারের সুপরিকল্পিত মিডিয়া ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন, জোরদার নিরাপত্তা ও পর্যটন বান্ধব নীতি প্রণয়নও এক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করে। আর ইতিবাচক ইমেজ বৃদ্ধিতে কার্যকরী হয়ে উঠে গত ২ বছর আফগান সফরে আসা ব্যক্তিদের বর্ণনা। তারা বিশ্ব দরবারে তালেবানের দেশপ্রেম, সুশাসন ও সরলতার কথা তুলে ধরেন। আফগানিস্তান ও তালেবানের বাস্তবতার জানান দেন।
ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ নববর্ষের ছুটিকে কেন্দ্র করে আফগানিস্তান ট্যুরের যেসব প্যাকেজের ব্যবস্থা রাখা হয়েছিলো সেগুলোর সবই বিক্রি হয়ে গিয়েছে। এমনকি পুরো বছরের প্যাকেজগুলোও অগ্রীম বিক্রি হয়ে গিয়েছে। শুধুমাত্র ২০২৫ সালের জন্য ২টি প্যাকেজ উপলপদ্ধ আছে।
এজেন্সিগুলোর তথ্যমতে, নববর্ষ কেন্দ্রিক ১০ দিনের ট্রাভেল প্যাকেজগুলোর একেকটি ২হাজার ২৫০ ইউরো বা ২ লক্ষ ৬৭ হাজার টাকা করে বিক্রি করা হয়েছে। কাবুল, হেরাত, বামিয়ান, বালখ ও মাজার-ই-শরীফের ধর্মীয়, ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্পট, বোট ও হর্স রাইড এসব প্যাকেজের অন্তর্ভূক্ত। এছাড়া ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ ও বুজকাশীতে অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে ব্রিটেন সরকারের পক্ষ থেকে এখনো আফগানিস্তান ভ্রমণে সতর্কতা জারি থাকায় পর্যটকদের ব্রিটেন থেকে সরাসরি কাবুলে নিয়ে যাওয়া যাবে না বলে জানায় ট্রাভেল এজেন্সিগুলো। এজন্য গ্রাহকদের আবুধাবি, দুবাই কিংবা ইস্তাম্বুল হয়ে কাবুলে পৌঁছাতে হবে।
লুপিন নামের এক ট্রাভেল এজেন্সির মালিককের কাছে জানতে চাওয়া হয়, পর্যটকদের আফগানিস্তান ভ্রমণের ব্যবস্থা করার মাধ্যমে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নয় এমন একটি সরকারকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে কিনা?
জবাবে তিনি বলেন, এটি নতুন কোনো বিষয় নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দিতে আমরা এরূপ পরিস্থিতির মুখোমুখী হয়ে থাকি। স্বীকৃত সরকার না থাকার বিষয়টি সর্বদা চলমান একটি সমস্যা। এখানে লক্ষণীয় হলো আমরা বিশ্বের সেসব সরকারের সাথে সরাসরি কাজ করি না। তবে এটাও সত্য যে, সেসব গন্তব্যে যেতে যে ভিসার প্রয়োজন, তা সেসব সরকারই ইস্যু করে থাকেন। আফগানিস্তানের ক্ষেত্রেও বিষয়টি একই। এখানে গুরুত্বপূর্ণ হলো আমরা স্থানীয় আফগান ও তাদের বৈচিত্রময় জীবনের সাথে পরিচিত হতে পারছি। তাদের সাথে মিশতে পারছি। এমন স্থানীয়দের সাথে মিশতে পারছি যারা সব সময় ভিনদেশীদের আসতে দেখে খুশি হয়। হোটেলগুলোতে ভিনদেশীদের আতিথেয়তা দিতে পেরে আনন্দবোধ করে। এর মাধ্যমে প্রকৃত পক্ষে স্থানীয়দের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা হয়, তালেবানের নয়।
তালেবান নেতৃত্বাধীন সরকারের পর্যটন বিভাগের তথ্যমতে, গত ২ বছরে শত শত বিদেশী পর্যটক আফগানিস্তান ঘুরে গেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জার্মানি থেকে ১২ জন পর্যটক আফগানিস্তানের সকল ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে গিয়েছেন। তারা ২ মাস আফগানিস্তানে অবস্থান করেছেন। সর্ব সাধারণের জন্য সরকার ও প্রশাসনের দুয়ার সর্বদা উন্মুক্ত থাকায় এই ২বছরে আগত পর্যটকদের অনেকে তালেবান সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে সরাসরি সাক্ষাতও করেছেন। এতে তারা বিস্ময় প্রকাশ করেন। তালেবানের ব্যাপারে এতদিন তারা ভুলের মধ্যে ছিলেন বলে স্বীকার করেন। প্রতিশ্রুতি দেন যে, দেশে ফিরে গিয়ে এই অভিজ্ঞতার কথা সকলকে জানাবেন। তালেবানের যে অবাস্তব ও ভয়ংকর চিত্র মানুষের মনে গেথে দেওয়া হয়েছে তা দূর করার চেষ্টা করবেন। আফাগানিস্তানের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে আবার ভ্রমণে আসবেন।
পর্যটন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবান নেতৃত্বাধীন সরকার পর্যটকদের সুবিধার্থে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এবং আশা করা হচ্ছে, পর্যটন খাত হয়ে উঠবে সরকারের আয়ের ২য় প্রধান উৎস। বর্তমানে খনিজ সম্পদ থেকে সরকারের সর্বোচ্চ আয় হয়ে থাকে।
সূত্রঃ দি ইন্ডিপেন্ডেন্ট, আল ইমারাহ