মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

এবার বৃটেনের সঙ্গে ফ্লাইট স্থগিত করলো চীন

spot_imgspot_img

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্ত হওয়ার পর বিশ্বের অনেক দেশ বৃটেনের সঙ্গে তাদের ফ্লাইট স্থগিত করেছে। এবার চীনও বৃটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চীন এই ঘোষণা দেয়।

গত শনিবার বৃটেন সরকার করোনার এই নতুন ধরন সম্পর্কে তথ্য জানায়। দেশটির পক্ষ থেকে বলা হয়, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা প্রায় ৭০ শতাংশ বেশি। এ কারণে বৃটেনের সঙ্গে বিশ্বের প্রায় ৪০ টির মতো দেশ ইতিমধ্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সেই তালিকায় এবার চীনও যুক্ত হলো। এখবর দিয়েছে এএফপি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসটির নতুন এই ব্যতিক্রমী ধরণের ফলে করোনার যে নতুন রূপ ধারণ করেছে তার সম্ভাব্য প্রভাবকে আমলে নিয়ে চীন ও বৃটেনের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img