বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

যুদ্ধ শেষে ফিলিস্তিনিরাই গাজ্জার ভবিষ্যত নির্ধারণ করবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার সমর্থন না থাকলে ইসরাইল অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যেতে পারত না।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজ্জায় যে যুদ্ধবিরতি চলছে তা ওই উপত্যকায় ইসরাইলি পাশবিকতা সমাপ্তির সূচনা। আমেরিকা মনে করছে যুদ্ধ শেষে কে গাজ্জা নিয়ন্ত্রণ করবে তা ওয়াশিংটন ঠিক করে দিতে পারবে। কিন্তু আমেরিকা মারাত্মক ভুল করছে। গাজ্জার ভবিষ্যত নির্ধারণ করবে একমাত্র ফিলিস্তিনিরা, অন্য কেউ নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মার্কিন সরকার এই মর্মে বার্তা দিয়েছে যে, তারা চলমান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না। তাদেরকে আমরা এই জবাব দিয়েছি যে, ইসরাইলকে সমর্থন করে এবং তেল আবিবকে সমরাস্ত্র সরবরাহ করে তারাই যুদ্ধে পরিধি বিস্তৃত করছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img