এস এম সাইফুল ইসলাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিন আজ।
শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুম’আ হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাওলানা ইয়াছিন, মাওলানা হাজী ইউছুফ, মাওলানা মীর কাসেম, মাওলানা মাহমুদুল হাসান।
মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আনোয়ার শাহ আল আজহারির সঞ্চালনায় মাহফিলে বয়ান করবেন হাটহাজারী মাদরাসার মহা-পরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহহিয়া, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, ড. আ ফ ম খালেদ হোসাইন, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা ইসমাঈল খান ও মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। এছাড়া আরও স্থানীয় উলামায়ে কেরামগণ বয়ান করবেন বলে জানা গেছে।
আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপণী দিনে কুরআন তেলাওয়াত করবেন মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ।