শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

গাজ্জায় যুদ্ধ শেষে ঐক্যের সরকার গঠন করতে চায় হামাস

এক বছরেরও বেশি সময় ধরে গাজ্জায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নির্বিচারে বোমা বর্ষণ করে ধ্বংস্তুপে পরিণত করেছে গাজ্জার অধিকাংশ অঞ্চল। ইসরাইলি এ আগ্রাসন কবে বন্ধ হবে তার সুনির্দিষ্ট কোন লক্ষণ নেই।চলমান এই যুদ্ধ থামলে ফিলিস্তিনে জাতীয় ঐক্য সরকার গঠন করতে চায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। মস্কোতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে বৈঠকে নিজেদের এই অবস্থান তুলে ধরেন হামাসের পলিটব্যুরোর সদস্য মুসা আবু মারজুক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআই-এ মুসা আবু মারজুক বলেন, আমরা ফিলিস্তিনি জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি এবং যুদ্ধের পরে গাজ্জা উপত্যকা কীভাবে শাসন করা উচিত, এমন একটি সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছি।

ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের মতো তৎপর নয়। বরং কিছুক্ষেত্রে প্রায় নীরব ও চলমান আগ্রাসনকে পরোক্ষভাবে গ্রহণ করে নিয়েছে। এমনকি গাজায় ইসরাইলে হামলার জন্য হামাসের দায় দেখেন মাহমুদ আব্বাস। তার দাবি, হামাস ইসরাইলকে সুযোগ করে দিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img