নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর নির্বিচার বিমান হামলার জবাব দিতে বুধবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ঈলাতে একটি দূরপাল্লার রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরাইলের ঈলাত শহরটি গাজ্জা উপত্যকা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর এটি ইসরাইলে সবচেয়ে দূরপাল্লার রকেট হামলা বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা থেকে ঈলিতায় একটি দূরপাল্লার রকেট ছোড়া হয়েছে।
তারা দাবি করেছে, রকেটটি একটি খোলা জায়গায় পড়েছে। ফলে এটির আঘাতে কেউ আহত হননি এবং কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান