ইনসাফ | এফ জি জাহেদ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মুক্ত আওয়াজ টোয়েন্টিফোর ডটকম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত খানা বাসমতি হোটেল-এর দ্বিতীয় তলায় এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে পত্রিকাটি।
মুক্ত আওয়াজ টোয়েন্টিফোর ডটকম এর উদ্বোধন করলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সম্পাদক আজিজুর রহমান হেলালের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সম্পাদক শাহ আব্দুল হালীম হুসাইনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্কাস) এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মহি উদ্দীন ইকরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গোলাম রব্বানী, বিশিষ্ট কবি মহি উদ্দীন আকবর, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, জামিয়া মোহাম্মদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবদীন, এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন, জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা জহির ইবনে মুসলিম, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক আমীর আলী হাওলাদার, সবারখবর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, রাহনুমা নিউজ ডটকম-এর সম্পাদক মুফতী যোবায়ের গণী, বাংলাদেশ শিশু একাডেমি জামে মসজিদ-এর খতিব মাওলানা আতিক উল্লাহ, গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতীব মাওলানা ইমরানুল বারী সিরাজী, মুক্ত আওয়াজ টুয়েন্টি ফোর-এর সহ- সম্পাদক কামালুদ্দীন ফারুকী, রাবেতাতুল উম্মাহ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহীম সাঈদ, নারায়ণগঞ্জ নানাখী মাদরাসা শিক্ষা সচিব মাওলানা আমানুল্লাহ রায়পুরী, মাওলানা মিজানুর রহমান জামীল, শফিকুল ইসলাম সজিব, ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক লোকমান হোসাইন প্রমুখ।