বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আমার একটা আশঙ্কা ছিল যে এরকম একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনের পর এটা সবাই মেনে নেবে না, সেটাও আমরা সবার কাছে গ্রহণযোগ্য করে দিয়েছি, আমরা সরকার গঠন করেছি। আমার একটা আশঙ্কা ছিল যে এ রকম একটা আঘাত আসবে।’

প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে এডিটরস গিল্ড আয়োজিত বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং হেড অব নিউজদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

তিনি বলেন, সমৃদ্ধির পথে দেশের অগ্রযাত্রা রুখে দিতে বিএনপি-জামায়াত জোট এই ধরনের হামলা করতে পারে।

তিনি আরও বলেন, ২০১৩-১৪ সালের নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াত চক্র অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়েছিল। এরফলে শত শত মানুষ নিহত ও হাজার হাজার লোক আহত হয়েছিল।

শেখ হাসিনা বলেন, ‘ছাত্ররা ঘোষণা করেছিল যে তারা চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, তখন আমরা সেনাবাহিনীকে ডেকেছি।’

এসময় কারফিউ আরোপ করতে চাননি বলেও জানান তিনি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছর ধরে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে দেশ।

তিনি আরও বলেন, ‘একদিন জাতির কাছে কোটামুক্ত আন্দোলনকারীদের জবাব দিতে হবে। তারা কেন তাদের দেশের এই ধ্বংসযজ্ঞের সুযোগ দিল।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img