দেশের বিভিন্ন অফিস আদালত এবং ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলতে শুরু করেছে৷ কিন্তু এখনো মোবাইল ইন্টারনেট চালু হয়নি৷
আজ (বুধবার) টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রাত থেকেই সারা দেশে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে৷
আগামী সপ্তাহের আগে মোবাইল ইন্টারনেট চালু হবে বলেও জানিয়েছেন তিনি৷
এখনো বাংলাদেশে স্বাভাবিকের কেবল ২০ শতাংশ ইন্টারনেট চালু রয়েছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্যের উপর ভিত্তি করে বার্তাসংস্থা এএফপি এখবর দিয়েছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ১৮ জুলাই রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়৷ টানা পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয় দেশের বিভিন্ন যায়গায়৷