সোমবার, মে ৬, ২০২৪

ইরানের সর্বোচ্চ নেতার সাথে যেসব বিষয়ে আলোচনা করেছেন হামাস প্রধান

ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ ও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হামাস।

এ বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন।

এছাড়াও তিনি ফিলিস্তিনি যুবকদের “লড়াই করার মানসিকতার” প্রশংসা করেন।

এ বৈঠকে ইসমাইল হানিয়াহ ফিলিস্তিন ইস্যুতে ইরানের ভূমিকার প্রশংসা করে বলেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ বর্তমানে সর্বোত্তম পর্যায়ে রয়েছে।”

এ বৈঠকে তিনি আলী খামেনিকে ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও গাজা উপত্যকায় অবরোধের পরিসমাপ্তির জন্য নিবিড় প্রচেষ্টার আহ্বান জানান।

এ সফরে হামাস প্রধান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও বিপ্লবী গার্ডের কমান্ডার হুসেইন সালামির সাথেও বৈঠক করেছেন।

উল্লেখ্য; গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীন সফর করেন। সেখানে চীনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একজন ভালো বন্ধু ও ফিলিস্তিন রাষ্ট্রের জনগণের ন্যায় সঙ্গত সংগ্রামকে সমর্থনের কথা জানান। এছাড়াও চীনের সাথে পারস্পারিক সহযোগিতা জোরদার ও সুরক্ষিত বিনিয়োগের বিষয়টিও আলোচনা হয় বৈঠকে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img