ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে মিশর। দ্বিপাক্ষিক মিটিংয়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান তুলে দেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি।
রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, রোববার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার হাতে অর্ডার অব দ্য নীল নামে এ পদক তুলে দেন আবদেল ফাতাহ। এ নিয়ে বিশ্বের ১৩টি দেশ থেকে এ ধরনের পদক পেলেন মোদি।
১৯১৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে মিসর। সাধারণত মিশর বা বিশ্ব মানবতার সেবায় অবদান রেখেছেন, এমন সরকার বা রাষ্ট্রপ্রধান, ক্রাউন প্রিন্স ও ভাইস প্রেসিডেন্টদের এ পদক দেওয়া হয়ে থাকে।
আমেরিকা সফর শেষে গত ২৪ জুন দুদিনের সফরে মিশর গেছেন মোদি। ২৬ বছরের মধ্যে এটি প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর মিশর সফর।
এ বছরের সেপ্টেম্বরে ভারত সফরের কথা রয়েছে আল-সিসির। বিশেষ অতিথি হিসেবে তিনি জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আল-সিসি।
সূত্র : হিন্দুস্থান টাইমস