শুক্রবার, মে ১০, ২০২৪

সিরিয়া ইস্যুতে মস্কোতে বৈঠকে বসেছে রাশিয়া, ইরান ও তুরস্ক

আঙ্কারা ও দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা ও সিরিয়ার অভ্যন্তরীন নিরাপত্তা জোরদারের বিষয়ে রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ‘গঠনমূলক’ বৈঠকে চারটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “এ বৈঠকে সিরিয়ার শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি দেশটির ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সম্মানের কথাও পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়া ও এই অঞ্চলের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সিরিয়া ইস্যুতে তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে মস্কোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে তুরস্ক জানিয়েছিল, ‘ইরান যদি এই আলোচনায় অংশ নেয় তবে আঙ্কারা খুশি হবে।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img