পাকিস্তানে মার্কিন বাহিনীর ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আরেফ আলভি।
তিনি বলেন, পাকিস্তানে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না। আমাদের সতর্ক থাকতে আফগানিস্তানে সামরিক ‘অভিযান’ চালানোর জন্য পাকিস্তান যেন মার্কিন ঘাঁটিতে পরিণত না হয়।
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের পেসিডেন্ট বলেন, পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার উপস্থিতি কিংবা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বেশির ভাগকে পাকিস্তানে মোতায়েন রাখার প্রস্তাব সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই। আমি জানি না আমেরিকা আফগানিস্তান শান্তি প্রক্রিয়ায় পকিস্তানের বিশেষ ভূমিকা রাখার কথা বলে কি বোঝাতে চায়। আমরা আমেরিকার কথার ওপর বসে নেই। পাকিস্তান তার সর্বোচ্চটুকু দিয়ে আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করে যাচ্ছে।
আরেফ আলভি বলেন, আফগানিস্তান পুনর্গঠনে সব ধরনের সাহায্য করবে পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আমরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছি। প্রায় ৩৫ লাখ আফগান শরণার্থীকে আমরা আশ্রয় দিয়েছি।
এর আগে মার্কিন সেনারা আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের ওপর নজরদারি রাখার জন্য পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানে মার্কিন গোয়েন্দা কার্যক্রম কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য হোয়াইট হাউসের প্রস্তাবের বিরোধিতা করা থেকে বোঝা যায় পাকিস্তান সরকার ওয়াশিংটনকে সহযোগিতা করে দেশের ভেতরে খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে চায় না।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় আমেরিকা ও তার মিত্র শক্তি ন্যাটো জোট। আমেরিকার জন্য আফগানিস্তান ছিল তার সবচেয়ে বেশি দিন স্থায়ী সঙ্ঘাত। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, তাদের ২,৪০০-এর বেশি সৈন্যকে হারিয়েছে। ২০ বছর কেটে গেছে। কিন্তু এখনো তালেবান তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। আর এ লড়ায়ে মার্কিন শক্তির উপর তালেবান নিজেদেরকে বিজয়ী মনে করছে। দীর্ঘ ২০টি বছরের লড়াইয়ে তাদের একটুও ফ্যাকাসে হয়নি ইসলামী ইমারাত আফগানিস্তানের স্বপ্ন দেখা।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি তালেবানের সাথে এক ঐতিহাসিক চুক্তি সই করে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করেনি পেন্টাগন। চুক্তি অনুযায়ী আগামী ১ মে’র মধ্যে আফগান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা রয়েছে। তবে খোদ আমেরিকাই তালেবানের সাথে স্বাক্ষরিত চুক্তি রক্ষা করছে না।
১ মে’র আগের আগে প্রত্যাহার না করে চলতি বছরের ১১ সেপ্টেম্বর সেনা প্রত্যাহারের কথা বলছে আমেরিকার জো বাইডেন প্রশাসন। এদিকে আমেরিকার পাশাপাশি আফগান থেকে নিজেদের সেনাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাটো জোট।
২০টি বছর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করে একটুও জোড় কমেনি তালেবানদের। বর্তমানে আফগানিস্তানের অধিকাংশ শহর ও এলাকা তাদের নিয়ন্ত্রণে। পশ্চিমা শক্তির বিদায়ের সাথে সাথে তারা আফগানের ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে।