বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

বাংলাদেশিকে ভারতীয় বানিয়ে জেলে পাঠানোর অভিযোগে এসআইকে বদলি

ঘুষের টাকা না পেয়ে এক বাংলাদেশিকে ভারতীয় বানিয়ে জেলহাজতে পাঠানোর অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেনকে স্টাণ্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) তাকে স্টাণ্ড রিলিজ করা হলে শনিবার তিনি নতুন কর্মস্থল পাটকেলঘাটা থানায় যোগদান করেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে এসআই জিয়ারত হোসেনসহ কয়েকজন সাদা পোশাকের পুলিশ কালীগঞ্জ উপজেলার ডেমরাইল গ্রামের মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এসে প্রথমে তক্ষক সাপ বিক্রি, গাঁজা খাওয়া ও জুয়া খেলার মিথ্যা অভিযোগ এনে মনোরঞ্জন ও তার ছেলে সরোজিতের হাতে হাতকড়া পরান। বেড়াতে আসা মনোরঞ্জনের বড় ছেলে স্বপন মণ্ডলের ভায়রাভাই শ্যামনগরের কাঁচড়াহাটি গ্রামের কমলেশ মণ্ডলকে ঘর থেকে বের করে নানা প্রশ্নবানে জর্জরিত করে পুলিশ।

একপর্যায়ে মনোরঞ্জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাকিদের ছেড়ে দিতে ইউপি মেম্বার প্রশান্ত হালদারের কাছে এক লাখ টাকা দাবি করেন এসআই জিয়ারত হোসেন। টাকা দিতে রাজি না হওয়ায় মেম্বারের মোটরসাইকেলসহ জিয়ারত আলী সরোজিত, কমলেশ, দেবেন ও সুভাষকে থানায় নিয়ে যাওয়া হয়।

পরদিন সকালে ৮০ হাজার টাকার বিনিময়ে প্রশান্ত মেম্বারের মোটরসাইকেলসহ তিনজনকে ছেড়ে দেওয়া হয়। মামলা দেওয়ার আগে হরিদাস মণ্ডলসহ কয়েকজন কমলেশের স্মার্টকার্ড নিয়ে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ও উপপরিদর্শক জিয়ারত আলীকে দেখালেও ২০ হাজার টাকা দিতে না পারায় কমলেশকে ভারতীয় নাগরিক বানিয়ে শনিবার মামলা দিয়ে জেলে পাঠায় পুলিশ। পরে ১৫ হাজার টাকা দিয়ে কমলেশকে দুর্বল ধারায় চার্জশিট দেবেন বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা জিয়ারত হোসেন।

গত বৃহস্পতিবার কমলেশ বিচারিক হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পান। তদন্তে নেমে গোয়ন্দা সংস্থার কর্মকর্তারা খবরের সত্যতা পান। তারই আলোকে জিয়ারত হোসেনকে শুক্রবার স্টাণ্ড রিলিজ করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img