জরুরি পণ্য পরিবহন ছাড়া ভারতের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মুহাম্মাদ খুরশীদ আলম।
আজ রবিবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ফাইজারের ১ লাখ ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছে কোভ্যাক্স। এ ছাড়া একই সময়ে সেরামের ২০ লাখ ডোজ আসার কথা জানিয়েছে বেক্সিমকো।
তিনি বলেন, চীনের সিনোফারম ৫ লাখ উপহার নেওয়া হবে।
তবে প্রয়োগের বিষয়ে জাতীয় কমিটি সিদ্ধান্ত নেবে।