বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসবেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ।
আজ রোববার (২৫ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় সকাল ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস রহ. এর (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি।
হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান জানান, বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে।