রবিবার, মে ১৯, ২০২৪

পশ্চিম তীর থেকে শিশুসহ ২২ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী

দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে অন্তত ২২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বাহিনী।

গত শুক্র ও শনিবার এই গ্রেফতার অভিযান চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন।

বিবৃতিতে বলা হয়েছে, “দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থান থেকে ২২ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার বাহিনী। যার মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক সামি আল শাই ও তার শিশু সন্তানরাও রয়েছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “গ্রেফতার অভিযান ব্যাথেলহাম গভর্নরেটে সংগঠিত হয়েছে। একই সময় রামাল্লা, তুলকার্ম, নাবলুস ও জেরুসালেমে ইসরাইলি কারাগারে বন্দি থাকা ব্যক্তিবর্গের পরিবারের উপর হামলা ও হুমকি প্রদান করেছে দখলদার বাহিনী।”

বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত দখলকৃত পশ্চিম তীরের মোট ৭ হাজার ২১০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img