জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আল কুরআন ও মাসজিদুল আকসা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবদুল আখিরের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের রাহমানী, জামিয়া দীনিয়া মতিঝিলের ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াহীদুর রহমান, বঙ্গভবন জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল কাবির, বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক কুতুবী, পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, মালিবাগ বাইতুল আজিম শহীদি জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মুফতি নুরুল আলম নুর, কেরিয়ার বাংলাদেশের সেক্রেটারি মাওলানা রায়হানুল কাবীর, ইউনাইটেড মুসলিম উম্মাহ’র চেয়ারম্যান আমিন মোঃ মজুমদার, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, মাওলানা গাজী নুসরাত উল্লাহ, মুফতি রেজওয়ানুল করিম প্রমুখ।
সেমিনারের আলোচ্য বিষয়ের ওপর প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী। আলোচ্য বিষয়ের উপর আরবি ও ইংরেজিতে প্রবন্ধ পাঠ করা হয়।