বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আগামীকাল ‘মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী’র ছাত্রদের পাগড়ী প্রদান ও মাহফিল

রাজধানীর পীর ইয়ামেনী জামে মসজিদের খতীব ও লেখক-আলোচক মুফতি ইমরানুল বারী সিরাজী প্রতিষ্ঠিত মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী ঢাকার ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।

আগামীকাল ২৬ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর মানিকনগর পুকুরপাড় সংলগ্ন রজনীগন্ধা স্কুল মাঠে বা’দ আসর থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এ মাহফিল।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী। প্রধান আলোচক হিসেব উপস্থিত থাকবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। সভাপতিত্ব করবেন মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর সভাপতি ও আল বাশার ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন।

আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন ঢাকা বসুন্ধরা রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মুফাসসিরে কুরআন মাওলানা মেরাজুল হক মাজহারী, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, মুফতি নুরুল আমিন আল ফরিদী।

আরো উপস্থিত থাকবেন, মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী, শাইখুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি, আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ূন আইয়ুব, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, রেডিও ৭১ এর উপস্থাপক মাওলানা মামুন চৌধুরী, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মুফতি তানজিল আমির, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মুফতি মুনশি মুহাম্মদ উবায়দুল্লাহ, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানার বেলায়েত হোসাইন, সময় টিভির সিনিয়র সহ-সম্পাদক মুফতি আব্দুল্লাহ তামিম, সবার খবর সম্পাদক মুফতি আব্দুল গাফফার,রহমত বার্তা সম্পাদক মাওলানা আলাউদ্দিন বিন সিদ্দিক প্রমুখ।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী মাহফিল সফল করার আহবান জানিয়ে বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের মাদরাসায় মহতি এই আয়োজন হতে যাচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার অনুরোধ করছি।

উল্লেখ্য, এবছর ৩০ আলেম মুফতি হয়েছেন।তাদেরকে পাগড়ী প্রদান করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img