বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইরাকে মার্কিন হামলা দায়িত্বজ্ঞানহীনভাবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি করবে: ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকের সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলা এই অঞ্চলে ‘দায়িত্বজ্ঞানহীনভাবে উত্তেজনা বৃদ্ধি’ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মাদ শিয়া আল সুদানি। সেই সঙ্গে এই ধরনের হামলা ইরাকের সার্বভৌমত্বকেও ক্ষুন্ন করে বলে দাবী করেছেন তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ইরাকের ৩ টি স্থানে বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি এইসব স্থানে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ‘কাতিব হিজবুল্লাহর’ ঘাটি অবস্থিত।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়েছে, “ভবিষ্যতে এই ধরনের হামলাগুলোকে ‘আক্রমনাত্মক কর্মকাণ্ড’ হিসেবে বিবেচনা করবে ইরাক।”

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাক এবং সিরিয়ায় তার সহযোগী কর্মীদের উপর ইরান সমর্থিত মিলিশিয়া দ্বারা একের পর এক হামলা চালানোর পাল্টা প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।”

অন্যদিকে, ‘কাতিব হিজবুল্লাহের’ সংগঠনের সামরিক বাহিনীর মুখপাত্র জাফর আল হুসাইনি এক এক্স বার্তায় বলেন, গাজ্জায় যতক্ষণ না পর্যন্ত অবরোধ শেষ না করবে ইসরাইল ততক্ষণ পর্যন্ত শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে। সেই সঙ্গে ইসরাইলের এই গণহত্যামূলক বোমাবর্ষণে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img