করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আঁন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর। তবে তার লক্ষণ হালকা পর্যায়ের এবং তিনি এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদী।
এক টুইট বার্তায় আক্রান্তের বিষয়টি প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, আমি সবাইকে বলতে চাই যে, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছি। তবে হালকা লক্ষণ রয়েছে। এরই মধ্যে আমি চিকিৎসা নেওয়া শুরু করেছি। তিনি আরো বলেছেন, বরাবরের মতোই আমি আশাবাদী।
এদিকে মেক্সিকোতে করোনাভাইরাস ছড়ানোর জেরে ব্যাপক সমালোচনার শিকার ৬৭ বছর বয়সী লোপেজ। এছাড়া লকডাউন দিতে দেরি করা এবং সমাবেশ থেকে অন্যান্য অনুষ্ঠান চালিয়ে যাওয়া, সমর্থকদের না থামিয়ে আলিঙ্গন এবং করমর্দন করেও তিনি সমালোচিত।