চট্টগ্রাম জিরি মহিলা মাদ্রাসা ও এতিমখানা (ইসলামিক কিন্ডারগার্টেন)’র বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার(২৩ডিসেম্বর)চট্টগ্রাম জামিয়া জিরি মাদরাসার মুহতামিম ও জিরি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা খোবাইব বিন তৈয়ব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মীর আব্দুস সালাম।
সভায় বয়ান করেন হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মওলানা ড. নুরুল আবছার আযহারী, মওলানা ইসমাঈল বোখারী কাশিয়ানী ও মাওলানা শোয়েব বিন তৈয়ব প্রমুখ।
অনুষ্ঠানে ২০২২শিক্ষাবর্ষে মেধা তালিকায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।