রবিবার, মে ১২, ২০২৪

দ্বী-রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনায় ম্যাক্রো ও সিসি

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বী-রাষ্ট্রীয় সমাধান জরুরি বলে ঐক্যমত পোষণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। সেই সঙ্গে এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা প্রয়োজন বলেও সহমত প্রকাশ করেছেন এ দুই দেশের রাষ্ট্রপতি।

মিশরের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে অনুযায়ী, শুক্রবার এক ফোনালাপে এ বিষয়ে আলোচনা করেছেন এ দুই নেতা।

বিবৃতিতে বলা হয়েছে, গাজ্জার স্থল অভিযান বন্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট আল সিসির পরিকল্পনা জানতে আগ্রহী ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। যেন সেখানে বেসামরিক নাগরিকদের রক্ষা করা যায় ও আরো বেশি মানবিক সাহায্য পৌঁছে দেওয়া যায়।

উল্লেখ্য, ফোনালাপে মিশরের রাষ্ট্রপতি পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আল সিসিকে অভিনন্দন জানিয়েছেন ম্যাক্রো।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img