ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বোমা হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা ও শতাধিক ব্যক্তিকে আহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গভীর রাতে উত্তর গাজ্জায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিবৃতিতে বলা হয়, রাতের আঁধারে গাজ্জার জাবালিয়া শরণার্থী এলাকার আবু হুসাইন নামক স্কুলে নৃশংসভাবে হামলা চালিয়েছে ইসরাইলের দখলদার সেনারা। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্কুলটি জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডাব্লিউএর পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছিলো।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজ্জায় ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে।
ইসরাইলের হামলাটি এমন সময়ে হলো যখন যুদ্ধ বিরতিতে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা বাকি। এমন মূহুর্তে বিশ্বশান্তি ও মানবতা বজায় রাখতে প্রতিষ্ঠা পাওয়া বিশ্ব সংস্থা জাতিসংঘ পরিচালিত এক স্কুলে অবৈধ রাষ্ট্রটির হামলা আবারও প্রমাণ করলো যে, ইসরাইল বিশ্ব মানবতার শত্রু। গাজ্জায় গণহত্যা ও যুদ্ধাপরাধ করছে তারা। এরূপ সুস্পষ্ট প্রমাণ সত্ত্বেও জাতিসংঘসহ পুরো বিশ্ব তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ।
সর্বশেষ তথ্যানুসারে, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার এ শত্রুর কর্তৃক গণহত্যায় এখন পর্যন্ত ১৪ হাজার ৮৫৪ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছে। যার মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু ও ৪ হাজারেরও অধিক নারী।
সূত্র: আনাদোলু এজেন্সি