শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল : দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে রোল মডেল। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সারা বিশ্বে প্রশংসনীয়। এখন দুর্যোগে মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে গেছে। এর মূল কারণ প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজিত বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি হ্রাস ও প্রশমনে আগাম সতর্কবার্তা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, আমরা গবেষণায় পিছিয়ে আছি। আমাদের আরও অনেক বেশি গবেষণা করতে হবে। আমরা এখন বন্যার আগাম সতর্কবার্তা ৯ দিন আগে দিতে পারি। বজ্রপাত হওয়ার ৪০ সেকেন্ড পূর্বে খবর পৌঁছে যায় মানুষের কাছে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএমডিসি) প্রতিটি বিল্ডিংয়ে সাড়ে ৯ মাত্রার স্কেল অনুযায়ী মান নির্ধারণ করে দিয়েছে। তিনশো থেকে চারশো বছর আগের বিল্ডিংগুলো ধ্বংস করে ২০৭১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। বাংলাদেশ এখন বসে নেই কোথাও, পিছে নেই দুর্যোগ মোকাবিলায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img